শিশুদের অভিভাবক ও মায়েদের জন্য ইপি আই বার্তা

👦👦👦শিশুদের অভিভাবক ও মায়েদের জন্য ইপিআই বার্তা👦👦👦 ★শিশুকে সবগুলি টিকা দিতে কমপক্ষে ৫ বার টিকাদান কেন্দ্রে আনতে হবে । সময়মত সবগুলো টিকা দিলে আপনার শিশু ১০ টি মারাত্মক সংক্রামক রােগ হতে রক্ষা পাবে ।
★শিশুর বয়স ৬ সপ্তাহ / ৪২ দিন পূর্ণ হলেই পিসিভি , পেন্টাভ্যালেন্ট ( ডিপিটি , হেপাটাইটিস – বি , হিব ) আইপিভি এবং ওপিভি টিকার ১ ম ডােজ দিতে হবে ।
👉এরপর ২ য় ডােজ শিশুর ১০ সপ্তাহ এবং ৩ য় ডােজ ১৪ সপ্তাহ বয়সে দিতে হবে ।
👉শিশুর বয়স ৬ সপ্তাহ পূর্ণ হলে ১ ম ডােজ এবং ১৪ সপ্তাহ বয়সে ২ য় ডােজ আইপিভি ( ফ্রাকশনাল আইপিভি ) টিকা দিতে হবে ।
👉৯ মাস / ২৭০ দিন পূর্ণ হলে শিশুকে এমআর ( হাম ও রুবেলা ) ১ ম ডােজ টিকা দিতে হবে ।
👉 শিশুর বয়স ১৫ মাস পূর্ণ হলে এমআর ২ য় ডােজ টিকা দিতে হবে ।
👉 বিসিজি টিকার নির্দিষ্ট ডােজটি জন্মের পর পরই দেয়া যায় ।
👉 টিকা দেয়ার পর বিসিজি টিকার স্থানে ( বাম বাহুতে ) স্বাভাবিকভাবে ঘা হবে এতে ভয়ের কিছু নাই ।
👉শিশুর জন্মের ২ সপ্তাহ / ১৪ দিনের মধ্যে ১ ডােজ ওপিভি টিকা খাওয়ানাে যায় , তবে এ ডােজটিকে ‘ ০ ‘ ডােজ হিসেবে গণ্য করতে হবে ।
👉 অসুস্থ শিশুকে সাময়িকভাবে টিকা দেয়া যাবে না ।
👉তবে শিশু সুস্থ হওয়ার সাথে সাথে টিকা দিতে হবে এবং সময়সূচি অনুযায়ী শেষ করতে হবে ।
👉টিকা দিলে সামান্য জ্বর , টিকার স্থানে ব্যথা এবং সাময়িকভাবে টিকা দেয়ার স্থান শক্ত হয়ে যেতে পারে , এতে ভয়ের কিছু নাই ।
👉ভবিষ্যৎ প্রয়ােজনে টিকার কার্ডটি যত্ন করে রাখতে হবে ।

Design a site like this with WordPress.com
Get started