★★সন্তানের বয়স কমিয়ে নিজে অবৈধ সুবিধা নেওয়ার এবং ভবিষ্যতে সন্তানকে অবৈধ সুবিধা দেওয়ার চিন্তাধারা বিশেষত শিক্ষিত মানুষগুলোর মধ্যে বেশি।
যেহেতু বর্তমানে টিকার কার্ড ছাড়া জন্ম নিবন্ধন করা হচ্ছে না এবং টিকার কার্ডগুলো আমরা দিয়ে থাকি তাই প্রায়ই অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা কর্মএলাকার মানুষ কার্ডে বাচ্চার বয়স কমানোর আর্জি নিয়ে আসেন।
এটা খুবই বিব্রতকর একটা ব্যাপার। তাঁদেরকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করি যে, এটা রাষ্ট্রীয় আইন ও নৈতিকতা বিবর্জিত তবু শেষ পর্যন্ত খুব কম মানুষই সেটা বোঝেন। অনিবার্য কারণবশত ইতিমধ্যে অনেকের বিরাগভাজন হয়েছি।
আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী বা কাছে দূরের সবাইকে অনুরোধ করবো, অনুগ্রহ করে সন্তানের বয়স কমানোর আর্জি নিয়ে এসে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না।
আমি নিজে আমার সন্তানের বয়স কমাইনি, কমানোর বিন্দুমাত্র ইচ্ছাও পোষণ করি না। কারণ আমার দৃঢ় বিশ্বাস মিথ্যা দিয়ে হয়তো সাময়িক সুবিধা আদায় করা যায় কিন্তু তা অতি অবশ্যই সুদুর প্রসারী ক্ষতিই ডেকে আনে।
কাজেই এ ব্যাপারে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো।